ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাফফার চৌধুরীর রোগমুক্তি কামনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
গাফফার চৌধুরীর রোগমুক্তি কামনা এ. কে. আব্দুল মোমেন ও আব্দুল গাফফার চৌধুরী (ফাইল ছবি)

ঢাকা: যুক্তরাজ্য প্রবাসী বর্ষীয়ান লেখক, সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট আব্দুল  গাফফার চৌধুরীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।  

ন্যাম সম্মেলনে যোগদানের জন্য সার্বিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ( ১২ অক্টোবর) এক বার্তায় বলেন, নিউমোনিয়া ও আর্থ্রাইটিসসহ অন্যান্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন গাফফার চৌধুরীকে সৃষ্টিকর্তা যেন দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা দান করেন।

একইসঙ্গে তিনি জনপ্রিয় এ কলামিস্টের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

উল্লেখ্য, আব্দুল গাফফার চৌধুরী নিউমোনিয়া জটিলতায় ০৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তার আর্থাইটিসসহ অন্য শারীরিক জটিলতাও রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
টিআর/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।