ঢাকা: যুক্তরাজ্য প্রবাসী বর্ষীয়ান লেখক, সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
ন্যাম সম্মেলনে যোগদানের জন্য সার্বিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ( ১২ অক্টোবর) এক বার্তায় বলেন, নিউমোনিয়া ও আর্থ্রাইটিসসহ অন্যান্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন গাফফার চৌধুরীকে সৃষ্টিকর্তা যেন দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা দান করেন।
উল্লেখ্য, আব্দুল গাফফার চৌধুরী নিউমোনিয়া জটিলতায় ০৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তার আর্থাইটিসসহ অন্য শারীরিক জটিলতাও রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
টিআর/এসআইএস