কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৪৮৯ বোতল ফেনসিডিল বোঝাই নিশান ব্লুবার্ড গাড়িসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) ব্রাহ্মণপাড়ার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমংগল রেলগেটের পার্শ্ববর্তী অনন্তপুর এলাকায় একটি নিশান ব্লুবার্ড গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির ব্যাক কাভার থেকে দুই বস্তা ফেনসিডিল (মোট ৪৮৯ বোতল) পাওয়া যায়। তল্লাশির সময় গাড়িতে থাকা দু’জনের মধ্যে অজ্ঞাতনামা একজন পালিয়ে গেলেও মো. আলাউদ্দিন (২২) নামে অপরজনকে আটক করা হয়। আটক মো. আলাউদ্দিনের নামে নিয়মিত মামলা করার নির্দেশ দেন ইউএনও সোহেল রানা।
উপজেলা প্রশাসনকে এ মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসআই