মানিকগঞ্জ: শিমুলিয়া বাংলাবাজার নৌপথে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কথা চিন্তা করে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে ওই ঘাটের যানবাহনগুলো পাটুরিয়া ঘাট পয়েন্টে আসায় বাড়তি চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) ও স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে অতিরিক্ত যানবাহন চাপের তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি।
সরেজমিনে দেখা যায়, বিআইডব্লিউটিসি’র দুটি ট্রাক ট্রার্মিনালে তিন শতাধিক ট্রাক, ওজন স্কেলের সামনে থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত আড়াই’শ এবং ঢাকা আরিচা মহাসড়কে উথুলী সংযোগ মোড়ে আরও দেড়’শ সাধারণ পন্য বোঝাই ট্রাক নৌপথ পারের অপেক্ষায় আছে। এছাড়া ৪ শতাধিক ছোট গাড়ি ও যাত্রীবাহী পরিবহন পারের অপেক্ষায় রয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলানিউজকে বলেন, পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের চাপ থাকায় উথুলী সংযোগ মোড়ে দেড় শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে আসলে পুনরায় ওই ট্রাকগুলোকে পাটুরিয়া ঘাট অভিমুখে পাঠানো হবে।
পাটুরিয়া ঘাট পয়েন্টে ট্রাফিকের দ্বায়িত্বরত কর্মকর্তা (টিআই) শামিম হোসেন বাংলানিউজকে বলেন, দুর্গাপূজার জন্য ঘাট এলাকায় ছোট গাড়ির চাপ রয়েছে সকাল থেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়তে পারে।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯ টি ফেরির মধ্যে ১৮ টি ফেরি মানুষ ও যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে এবং বাকি একটি রো রো ফেরি ভাসমান কারখানায় মেরামতের জন্য রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
জেডএ/জেডএ