ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৪ বছরের সাজার ভয়ে ২৮ বছর পলাতক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
৪ বছরের সাজার ভয়ে ২৮ বছর পলাতক! বৃদ্ধ আমীর হোসেন

ময়মনসিংহ: ময়মনসিংহে ৪ বছরের সাজার ভয়ে ২৮ বছর ধরে পলাতক ছিলেন আমীর হোসেন (৬২) নামে এক ব্যক্তি। কিন্তু এই দীর্ঘ সময় পালিয়ে থেকেও তার শেষ রক্ষা হয়নি।

গ্রেফতার করা হয়েছে আমীর হোসেনকে।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, রোববার (১০ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানার পুলিশ।

আমীর হোসেন ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া বিদ্যাগঞ্জ মাটিয়ামতলা এলাকার বাসিন্দা।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ১৯৯৪ সালের একটি জিআর মামলায় আমীর হোসেনকে ৪বছরের সাজার রায় দেয় আদালত। এরপর থেকেই প্রায় তিন দশক পলাতাক ছিলেন তিনি।

পলাতক জীবনে আমীর হোসেন পুলিশের ভয়ে পরিবারের তেমন খোঁজখবর রাখেননি। মাঝে মধ্যে মোবাইলে পরিবারের খবর নিতেন। এই র্দীঘ সময়ে মাঝে মাঝেই পুলিশ তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শাসিয়ে আসতো।

ওসি আরও বলেন, বিষয়টি জানার পর আমি বিট পুলিশিংয়ের সদস্যদের নিয়ে আমীর হোসেনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝাতে চেষ্টা করি যে- আত্মসমর্পণ করলে চার বছরের সাজা হয়ত তিন বছর বা সামান্য এদিক সেদিক হবে। এরপর সে উন্মুক্ত পরিবেশে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। বিষয়টি অনুধাবন করতে পেরে আমীর হোসেনের পরিবারের সদস্যরা তার সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তাকে আত্মগোপন ছেড়ে পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দিতে রাজি করান। পরে আমরা তাকে বাড়ি থেকে গ্রেফতার দেখিয়ে নিয়ে আসি।

প্রসঙ্গত, এ ঘটনার আগে স্থানীয় চরনিলুক্ষিয়া ইইনিয়নের সাজাপ্রাপ্ত আরও ৫পলাতক আসামি আত্মসমর্পণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৮  ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।