ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

২২ ফুট জায়গা নিয়ে ব্যবসায়ীদের হুঁশিয়ারি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
২২ ফুট জায়গা নিয়ে ব্যবসায়ীদের হুঁশিয়ারি!

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেলা প্রশাসনের জায়গা লিজ দিতে দরপত্র আহ্বান করার প্রতিবাদে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানান তারা।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, সরাইল হাসপাতাল মোড় এলাকায় মূল সড়কের পাশে জেলা প্রশাসনের ভূমি রয়েছে। সম্প্রতি মূল সড়কের পাশে থাকা প্রায় ২২ ফুট জায়গা লিজ দিতে দরপত্র আহ্বান করে জেলা পরিষদ। এ জায়গাটি লিজ দিয়ে সেখানে স্থাপনা নির্মাণ করলে গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে যানজটসহ জনভোগান্তি বাড়বে।

ব্যবসায়ীরা আরও বলেন, এমনিতেই সড়কটিতে সব সময় যানজট লেগে থাকে। তাই তারা জনস্বার্থে লিজের জন্য আহ্বান করা দরপত্র বাতিলের দাবি জানায়।

অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় এখলাছুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আশিকুর রহমান নিপু, আজিজুর রহমান লিজেন, মো. সোহেল ও মো. লিটন, তাজু মিয়া।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।