কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সালুয়া ইউনিয়নের শাহাবাড়ী-কালাপপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুলিয়ারচর থানার ডেউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে শাহাবাড়ী-কালাপপাড়া এলাকার একটি কলাবাগানে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসআরএস