পটুয়াখালী: এক ঘণ্টার জন্য পটুয়াখালীর সিভিল সার্জনের দায়িত্ব পেয়ে নারী ও শিশু বান্ধব হাসপাতাল গড়তে চাইলো স্কুলছাত্রী জান্নাতুন নেছা সেফা (১৭)।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ও এনসিটিএফের আয়োজনে সিভিল সার্জন অফিসে সিভিল সার্জন ডা. জহাঙ্গীর আলম শিপন সেফাকে প্রতীকী এ দায়িত্ব দেন।
এসময় প্রতীকী সিভিল সার্জন সেফা বলে, আজকের এ প্রতীকী দায়িত্ব নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। এতে আমি আরও আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়েছি। জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামো ও পরিবেশগত উন্নয়নে সরকার কাজ করছে। এগুলো বাস্তবায়ন হলে পটুয়াখালীর হাসপাতালগুলোতে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন বলেন, সরকারি- বেসরকারি নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কন্যাশিশুদের যোগ্য করে তুলতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সেফাকে প্রতীকী দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে বড় বড় দায়িত্ব পালনে উৎসাহিত হবে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসআই