ঢাকা: নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত নয় হাজার ৪৪৫ পরিবারকে ২ শতাংশ জায়গাসহ ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী এতথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, এ বছর তীব্র বন্যা না হলেও ব্যাপক নদী ভাঙন হয়েছে। নদী ভাঙনে নয় হাজার ৪৪৫টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা এ তালিকা পাঠিয়েছি।
‘তারা সবাই দুই শতাংশ জায়গাসহ বাড়ি পাবে। অস্থায়ীভাবে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমআইএইচ/এসআইএস