ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিল্ডিং কোড মানলে ভূমিকম্প সহনীয় হবে ভবন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
বিল্ডিং কোড মানলে ভূমিকম্প সহনীয় হবে ভবন

ঢাকা: ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ন্যাশনাল বিল্ডিং কোড প্রণয়ন করা হয়েছে বলে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, এই কোড মানলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয় হিসেবে ভবন তৈরি হবে।

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সব দুর্যোগ মোকাবিলায় আমরা সফলতা অর্জন করেছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে ভূমিকম্পে আমরা এখনো সে ধরনের সফলতা পাইনি। তবে, একটি সুখবর বাংলাদেশ সরকার ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করেছে। এটা গেজেট হয়েছে, এখন বাস্তবায়িত হচ্ছে।  

‘বিল্ডিং কোড মেনে যদি আগামীতে ভবন তৈরি করা হয় তাহলে সেগুলো ভূমিকম্প সহনীয় হবে। কারণ এগুলোকে সাত দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয় হিসেবে তৈরি করা হচ্ছে।  বাকি যে ভবনগুলো রয়েছে বা পুরানো ভবনগুলো রয়েছে তাদের ভূমিকম্প সহনীয় করতে আমরা জাইকার সঙ্গে একটি সমঝোতায় এসেছি এবং ৫০ বছর মেয়াদী একটি কর্মসূচি নিয়েছি।  

‘সেটা হলো আমাদের দেশে প্রথম ধাপে যে বাড়িগুলো হয়েছে কোনো নকশা ছাড়া। যেগুলোতে রড সিমেন্ট ব্যবহার করা হয়নি বয়স একশ-দুইশ-চারশ বছর, আমরা সেগুলো ডিমিলিশ করে কোড অনুযায়ী নতুন করে ভবন করে দেব। এতে জাপান সরকার কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দেবে। যেগুলো এরই মধ্যে নকশা করে রড সিমেন্ট ব্যবহার করে হয়েছে আমরা সেগুলো ইন্সপেকশন করবো। ’ 

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।