ঢাকা: লাগামহীন নিত্য ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন।
মঙ্গলবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নিত্য ভোগ্যপণ্য ও এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, অতীতে যদি সরকার তদন্ত কমিটি গঠন করে আলু, পেঁয়াজ, চাল, তেল ও অক্সিজেন সিন্ডিকেটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতো, তাহলে নিত্য ভোগ্যপণ্যের মূল্যের লাগাম হয়তো টেনে ধরা যেত। এই সিন্ডিকেট বাণিজ্য মানবতা বিরোধী অপরাধের চাইতে কোনো অংশে কম নয়।
তারা বলেন, করোনা মহামারীতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত দিশেহারা। অনেকে বিদেশ থেকে খালি হাতে ফিরে এসেছেন। দেশে অনেকে কাজ হারিয়ে কিংবা ব্যবসা গুটিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঠিক সেই সময় লাগামহীন নিত্য ভোগ্যপণ্যের মূল্য। সেই সঙ্গে হঠাৎ এলপিজি গ্যাসের মূল্য বাড়ায় ভোক্তারা দিশেহারা। এই বেপরোয়া সিন্ডিকেটের লাগাম টেনে ধরবে কে? এর শেষ কোথায়? বক্তব্যে নিয়ন্ত্রণকারী সংস্থা এবং সরকার নীরব দর্শকের ভূমিকায় রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমইউএম/এনএসআর