ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
নওগাঁয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলায় হতদরিদ্র মানুষের মধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

অনলাইন ভিত্তিক সেবা মূলক সংগঠন শিক্ষার আলো ফাউন্ডেশনের উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তা মুক্তাদুল কবির জানান, শুধু বিনামূল্যে চিকিৎসা সেবা নয়, সমাজের অসহায় এবং হতদরিদ্র মানুষের পাশে থেকে সবধরণের সহযোগিতা করায় তাদের মূল লক্ষ্য। এসময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চিকিৎসাসেবা এবং ঔষধ বিতরণ করা হয় ।

এর আগে সাপাহার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি  ছিলেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন। এসময় ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন, ওসি তারেকুর রহমানসহ সংগঠনটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।