ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরের দিকে বাংলানিউজকে বিষয়টি জানান ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন।

সোমবার (১১ অক্টোবর) রাতে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঙালিপাড়ার বজ্রপাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঙালিপাড়ার বাসিন্দা মো. এনাম (৫০) ও মৃত নবী হোছনের ছেলে মো. শহীদুল ইসলাম (২২)।

ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বাঙালিপাড়ায় একটি বাগান পাহারার জন্য গাছের ওপর মাচা করে টং ঘর বানিয়ে থাকতেন এনাম ও শহীদুল। প্রতিদিনের মতো সোমবার (১১ অক্টোবর) রাতেও ওই টং ঘরে পাহারায় ছিলেন তারা। কিন্তু রাতে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ওই দু’জনের মৃত্যু হয়। সকালে টং ঘরটি থেকে মৃত অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে স্থানীয়রা।

একই রাতে লামা উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা গ্রামে বজ্রপাতে দুই কৃষকের চারটি গরু মারা গেছে।  

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।