ঢাকা: পর্যটন নগরী কুয়াকাটায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ।
এতে বলা হয়, কুয়াকাটায় শতাধিক হোটেল-মোটেল-রিসোর্ট ও কয়েক হাজার পর্যটন বান্ধব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তবে সরকার ঘোষিত শতভাগ বিদ্যুতায়নের সুফল থেকে বঞ্চিত এলাকাটি। প্রতিদিনই ১০/১২ বার বিদ্যুৎ বিভ্রাট হয়। দিনে ১০ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের ভোল্টেজ এত কম থাকে যে হোটেল-মোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইলেকট্রিক সামগ্রী প্রতিনিয়ত বিকল হয়ে পড়ছে।
তিনি বলেন, সার্বক্ষণিক বিদ্যুৎ না থাকায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবার পর্যকটকরাও গরমে অতিষ্ট হয়ে কুয়াকাটা ভ্রমণের আগ্রহ হারিয়ে ফেলছেন।
হোটেল মালিকরা বলেন, কুয়াকাটা শুধু দক্ষিণাঞ্চল নয়, বরং সারাদেশের অর্থনীতিতে বিশাল সম্ভাবনা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে কুয়াকাটাকে পর্যটন নগরী ঘোষণা করেন। সরকার কুয়াকাটাকে সাজাতে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা করছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমইউএম/এনএসআর