ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা থেকে ৫৫ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
পদ্মা থেকে ৫৫ জেলে আটক আটক জেলেরা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ৫৫ জেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) দিনগত রাত ২টা থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত, উপজেলা মৎস অফিস, নৌপুলিশ ও মাওয়া কোস্টকার্ড যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। আটকের সময় জেলেদের কাছ থেকে ৫৫ হাজার ৫শ’ মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

আটক ৫৫ জেলের মধ্যে ৫১ জনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, রাত ২ টা থেকে প্রায় ৮ ঘণ্টা অভিযান চলে পদ্মায়। মা ইলিশ রক্ষায় নিয়মিত এ অভিযান চলবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসান বলেন, যে সকল জেলে সরকারি আদেশ অমান্য করে নদীতে নেমেছেন তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আমরা চাই সব জেলে সরকারি আদেশ মেনে নির্ধারিত সময় পর্যন্ত মাছ ধরা থেকে বিরত থাকুক। মা ইলিশ পদ্মায় নির্ভয়ে বিচরণ করুক। এ জাতীয় সম্পদ রক্ষায় সবার সহযোগিতা কামরা করছি।

বাংলাদেশ সময়: ১৫২৪ অক্টোবর ১২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।