হবিগঞ্জ: হবিগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী আল আমিন পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর দেড়টায় সুমনা আক্তার (২১) নামে ওই গৃহবধূর মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছিল। তিনি জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া-নোয়াগাঁও গ্রামের আল আমিনের স্ত্রী ও একই উপজেলার আউয়াল মহল গ্রামের মধু মিয়ার মেয়ে।
মৃত গৃহবধূর পাশে থাকা তার ছোট বোন নাসরিন আক্তার বাংলানিউজকে বলেন, সোমবার দিবাগত রাতে সুমনার স্বামী মোবাইলে কল দিয়ে বাবার বাড়িতে জানান সুমনা মারা গেছেন। পরে সকালে জেলা সদর হাসপাতালে মরদেহটি রেখে তিনি ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।
নাসরিন আরও জানান, ২০১৫ সালে আল আমিনের সঙ্গে সুমনার বিয়ে হয়। তাদের সংসারে দুইটি ছেলে সন্তান রয়েছে। সুমনা অন্তঃসত্ত্বা ছিলেন। সম্প্রতি স্বামীর বাড়ি থেকে তার কাছে যৌতুক চাওয়া হয়। কিন্তু যৌতুক না দেওয়ায় সুমনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ