ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক দুই জন সম্পর্কে স্বামী ও স্ত্রী।

আটক মাদককারবারিরা হলেন কুমিল্লার মো. সুমন (৩৫) ও তার স্ত্রী মোছা. তাসলিমা (৩২)।

অভিযানে তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে দারুস সালাম থানাধীন টোলারবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাছাড়া আটক দুজন পেশাদার ও এলাকার চিহ্নিত মাদককারবারি।

জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা একে অপরে স্বামী-স্ত্রী। গত দু’ বছর আগে তাদের বিয়ে হয়। মূলত তখন থেকেই তারা মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরেই কুমিল্লা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও  জানান এএসপি জিয়াউর।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।