ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আশুলিয়ায় বাসচাপায় নারী নিহত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় জামেলা বেগম (২৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামেলা বেগমের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার চরমা গ্রামে। তিনি গাজীপুর জেলার কোণাবাড়ি এলাকার অ্যাসটেক্স গার্মেন্টের শ্রমিক।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকালে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এসময় ঢাকাগামী ওসমান ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে হাইওয়ে পুলিশ বাসটি ধাওয়া করে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে আটক করতে সক্ষম হয়। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যান।  

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত নারীর কাছে পাওয়া পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।