সিলেট: ফুটপাত দখল করে বাজার সিলেটে নগরীর পুরনো সমস্যা। এতে হাঁটাচলার জায়গাটুকুও চলে যায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে।
এ নিয়ে নগর কর্তৃপক্ষ ও হকারদের মধ্যে চোর-পুলিশ খেলা নিত্যদিনের। ফুটপাত থেকে উচ্ছেদ কর্মীদের কোনও গুরুত্ব দেন না হকাররা। কেবল মেয়রের গাড়ি দেখলেই সবকিছু ফেলে সরে যান তারা।
মঙ্গলবার (১২ অক্টোবর) সেই চিত্র দেখা গেল সিলেট নগরীর শাহজালাল উপশহরে।
সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী উপশহরের ডি ব্লক এলাকায় স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম ও সিসিক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে হঠাৎ অভিযানে যান।
তবে ফুটপাতে পৌঁছানোর আগেই ব্যবসায়ীরা সবকিছু ফেলে পালিয়ে যান ব্যবসায়ীরা।
এদিকে অভিযানকালে ফুটপতে বসা হকারদের বিভিন্ন জিনিসপত্র জব্দ করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
সিসিক সূত্র জানায়, শাহজালাল উপশহর আবাসিক এলাকার ডি ব্লকে প্রধান সড়কের পাশে একটি চক্র দীর্ঘদিন ধরে ফুটপাতে অবৈধ বাজার বসিয়েছে। ফুটপাত জুড়ে সড়কের একাংশও দখলে নেয় হকাররা। ফলে পথ চলতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের।
তাছাড়া প্রতিদিন বাজারের উচ্ছিষ্ট ময়লা, পঁচা মাছ-তরকারি, মুরগের বিষ্টা, নাড়িভুড়ি,সড়কের পাশে ফেলায় বাতাসে দুর্গন্ধ ছড়ায়। এতে করে সকাল বিকাল হাঁটা চলায় বের হওয়া নারী পুরুষ এবং স্কুলগামী শিক্ষার্থীদের বিড়ম্বনা পোহাতে হতো। আর বাজার বসার কারণে উপশহরের প্রধান সড়কে যানজট লেগে থাকতো। ফলে স্থানীয় লোকজনের দাবির প্রেক্ষিতে এদিন ফুটপাত থেকে উচ্ছেদের উদ্যোগ নেন বলে জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, অভিযানে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ বাজারের বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে। এরপর যারা সড়ক ও ফুটপাত দখল করে বসবেন। তাদের জরিমানা করা হবে।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ফুটপাত ও সড়ক দখল করে বাজার বসিয়ে হকাররা পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই আমরা বাধ্য হয়ে অভিযানে নেমেছি। সিলেট সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিম বলেন, উপশহর একটি পরিকল্পিত আবাসিক এলাকা। এখানের পরিবেশ সুন্দর রাখার জন্য আমরা সর্বদা চেষ্টা করি। কিন্তু কিছু মহল ওই এলাকায় অবৈধ বাজার বসিয়ে পরিবেশ নষ্ট করে আসছিলেন। আমরা বাধা দিয়েও পারিনি। পরে মেয়রের সহযোগীতা চেয়েছি। তার হস্তক্ষেপে উচ্ছেদ অভিযান হয়।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘন্টা, অক্টোবর ১২, ২০২১
এনইউ/এনএইচআর