ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৪র্থ স্ত্রীর বাসায় স্বামীর আত্মহত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
৪র্থ স্ত্রীর বাসায় স্বামীর আত্মহত্যা! ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রায়েরবাজারে চতুর্থ স্ত্রীর বাসায় মনির মোল্লা (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের কাছে এমন দাবি করেছেন নিহতের চতুর্থ স্ত্রী শিল্পী।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে মধুবাজার গদিঘড় পানির পাম্পের গলিতে শিল্পীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মনিরের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভুইচাকাঠি গ্রামে। তার বাবার নাম মজিদ মোল্লা। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।

শিল্পী বেগম জানান, কিছুদিন আগে সাংসারিক ঝগড়ার কারণে তার স্বামী মনিরের বাসা ছেড়ে গদিঘড় এলাকায় ঘড় ভাড়া নেন তিনি। গত দু’ বছর আগে মনিরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে জানতে পারেন মনির আগে আরও তিনটি বিয়ে করেছেন।

তিনি জানান, গতরাতে তার স্বামী মনির নেশাগ্রস্ত অবস্থায় বাসায় আসেন এবং রাতে থাকেন। সকালে মনিরকে বাসায় রেখে তিনি কাজে চলে যান। বেলা ১২টার দিকে বাসায় ফিরে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ। কৌশলে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। এরপর অচেতন অবস্থায় মনিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি কোন থানার আন্ডারে এখনো তা জানা যায়নি। তবে ঘটনার বিষয়ে হাজারিবাগ থানায় জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।