ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রানীশংকৈলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
রানীশংকৈলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলো- চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রিফাত (সাড়ে ৩) ও সাহাব উদ্দিনের ভাই সাবলুর ছেলে কাউসার (৩)।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্রামের সাহাব উদ্দিন ও তার ভাই সাবলুর ছেলে তাদের দাদার সঙ্গে বাড়ি থেকে কিছু দূরে একটি পুকুরে গোসল করতে যায়। সেখান থেকে তারা গোসল শেষে বাসায় ফিরে আসে। পরে ওই শিশুরা কাউকে না জানিয়ে আবার সেই পুকুরে গোসল করতে যায়। একসময় ওই শিশুদের দাদার চাচাতো ভাই পুকুরে গেলে সেখানে এক শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে অনেক খোঁজাখুঁজির পরে অপর শিশুরও মরদেহ উদ্ধার করা হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।