ঢাকা: সৌদি আরবের জাজানে বাদশা আব্দুল্লাহ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, সৌদি আরবের জাজানে বাদশা আব্দুল্লাহ বিমানবন্দরে ৮ অক্টোবর হুতি বিদ্রোহীরা লাদেন ড্রোন হামলা চালায়। এতে বেসামরিক নাগরিকসহ বাংলাদেশেরও বেশ কয়েকজন নাগরিক আহত হন। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে সংহতি জানাচ্ছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে হুতি বিদ্রোহীদের হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের দেখাশোনা করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হুতি বাহিনীর এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এছাড়া এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
টিআর/এমজেএফ