ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৭

ফরিদপুর: ফরিদপুরে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি সুনীল কর্মকার, উপ-পরিদর্শক আলমগীর হোসেন, শাহিনুরর প্রমূখ।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে জেলার বিভিন্ন জায়গায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, ফরিদপুরের নগরকান্দার গোপালপুর (কালিখোলা) গ্রামের মালেক প্রামানিকের ছেলে সানোয়ার প্রামানিক (৩৬), একই গ্রামের মমিন সিপাই'র ছেলে লিটন সিপাই (২২), ওই গ্রামের মালেক প্রামানিকের দুই ছেলে দেলোয়ার প্রামানিক (২৫) ও আরিফ প্রামানিক (২০), একই গ্রামের সোবাহান মোল্যার ছেলে নাজমুল মোল্যা (২৫), আক্কাস মোল্যার ছেলে সাকিল মোল্যা (২২) ও রাজ্জাক শেখের ছেলে আলামিন শেখ (২৭)।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, আটকরা মোটরসাইকেল চোরাই চক্রের সঙ্গে জড়িত। তাদেরকে ফরিদপুরের কোর্টে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।