ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রাম থেকে রানী খাতুন (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ওই গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নানা ইলিয়াস কাজী বলেন, কয়েকদিন আগে রানী তার বাবার বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসে। গত রাত আনুমানিক ৩টার দিকে টয়লেটে যাওয়ার সময় মাটিতে পড়ে যায়। পরে তাকে কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সে মারা যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্য হয়েছে ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না।
ওসি আরো জানান, ২০০৯ সালে কানঞ্চনপুর গ্রামের আব্দুল রাকিবের সঙ্গে চুটলিয়া গ্রামের ইলিয়াস কাজীর মেয়ের বিয়ে হয়। ২০১৪ সালে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে রানীর মা তার বাবার বাড়িতে থাকতো। এদিকে রানী তার বাবার কাছে থাকতো। গত ১০ অক্টোবর ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর বাবার বাড়ি থেকে জ্বর নিয়ে চুটলিয়া গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে রানী। রাতে টয়লেটে যাওয়ার সময় মাটিতে পড়ে সে মারা যায়।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ