লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরাফাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকার গফুর মেস্তুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা ১২টার দিকে শিশু আরাফাত তাদের ঘরে বৈদ্যুতিক পাখার সুইচ দিতে গেলে আসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ওয়ালী উদ্দিন মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনএইচআর