ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
কালাইয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার গ্রেফতার সাদেক আলী

জয়পুরহাট: পারিবারিক কলহের জেরে জয়পুরহাটের কালাই উপজেলার ধুনট গ্রামে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগে সাদেক আলী ফকির (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিহতের ভাই মঞ্জুর আলমের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার সাদেক আলী বাবু জয়পুরহাটের কালাই উপজেলার ধুনট গ্রামের বাসিন্দা।  

জানা গেছে, ধুনট গ্রামের সাদেক আলী বাবু ও তার স্ত্রী বিলকিছ বেগম হঠাৎ করেই সোমবার রাতে নিখোঁজ হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বিলকিছ বেগমের মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে দেখতে পায়। পরে সেখানে সাদেক আলী বাবুর খোঁজ না পেলেও পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহারে কয়েক কিলোমিটার দূরে থল এলাকা থেকে তাকে আটক করে।  

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, নিহতের ভাই মঞ্জুর আলমের দায়েরকৃত মামলায় সাদেক আলীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।