ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে কানে হেডফোন দিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ইয়াছিন আলী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে নীলফামারী-চিলাহাটি রেলপথের পলাশবাড়ি রেলঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইয়াছিন সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গ্রামের জহুর আলী ছেলে এবং পলাশবাড়ি পরশমনি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, সকালে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর এক্সপ্রেস রূপসা ট্রেনে কাটা পড়ে মারা যায় ইয়াছিন। তার বাবা-মা ও দু’ভাই ঢাকায় থাকেন। দাদা হোসেন আলীর বাড়িতে থাকতেন তিনি। সকালে প্রাইভেট শেষে বাড়ির পাশে রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিলো। এ সময় খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, পরিবারের লোকজন ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।