ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একটি হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে  ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ সফিউল আজম এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির হলেন, জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের খাদেম আলী,জহিরুল ইসলাম (পলাতক),আলী আহাদ,গেসু মিয়া ও কুদ্দুস মিয়া।

এ মামলায় অপর আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় । ৫ বছর দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, খান্দুরা গ্রামের জামাল মিয়া, ছোয়াবা মিয়া, আরজু মিয়া কসাই, লোকমান মিয়া (পলাতক) ও আছমান মিয়া। এছাড়া  বাকি তিন আসামি বজরু মিয়া,ইদ্রিস মিয়া ও জাহাঙ্গীর মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ এপ্রিল সকাল ১১টায় খান্দুরার সালাম বাজারের কাছে মামলার আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে আবদুল করিমকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করলে তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের চাচা হাজী আব্দুল হামিদ বাদী হয়ে ২১ জনকে আসামি করে নাসির নগর থানায় ২০ এপ্রিল মামলা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ভারপ্রাপ্ত পিপি দ্বীন ইসলাম বলেন, মামলার রায়ে আমরা সন্তুষ্ট।

এদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবিদ উল্লাহ।

তিনি জানান, আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।