ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অটুট থাকুক অসাম্প্রদায়িক বাংলাদেশ: প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
অটুট থাকুক অসাম্প্রদায়িক বাংলাদেশ: প্রতিমন্ত্রী

বরিশাল: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, দেশ স্বাধীন করার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে অসম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ কথাটি নিয়ে এসেছিলেন। আজ সেই অসম্প্রাদায়িক রাষ্ট্রকে ঠিক রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চিন্তা-চেতনা নিয়ে কাজ করছেন, সেগুলোকে জানতে হবে।

আমরা চাই অসম্প্রদায়িক বাংলাদেশ আজীবন অটুট থাকুক, বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা বাস্তবায়িত হোক।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ধর্মীয় সম্প্রীতির উন্নয়নে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি আরো একটি ডেল্টাপ্রকল্প ২১০০ হাতে নিয়েছেন। এখন দেশের মানুষ সুখে শান্তিতে আছে। ২১০০ সালে দেশে যত কোটি মানুষ থাকবে তারা এর থেকেও বেশি সুখে শান্তিতে যাতে থাকে, সেই কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, রাস্তাঘাট, স্কুল-মাদ্রাসা, মসজিদ-মন্দির-গির্জাসহ সবকিছু হচ্ছে। এতে আবাদি জমির পরিমাণ কমছে। কিন্তু দেশে বিপুল আবাদি জমি থাকার পরও সাড়ে ৭ কোটি মানুষ ঠিকভাবে ভাত খেতে পারতো না। এখন তা হচ্ছে না, সবাই তিনবেলা ভাত খাচ্ছে।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আবদুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক মো. আবদুল্লাহ আল শাহীন, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান হোসেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।