ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘জীবিতের চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
‘জীবিতের চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী’ বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: বাংলানিউজ

গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যেমনভাবে ইতিহাস বিকৃত করে, সত্যকে আড়াল করতে চেয়েছিল তারা। সেদিন ভেবেছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর তার নাম নেওয়ার কেউ থাকবে না পৃথিবীতে।

ওই খুনিদের মোস্তাক, জিয়াচক্র তাদের দোসরদের এবং আন্তর্জাতিক প্রভুদের সেই আশা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জীবিতের চেয়ে মৃত বঙ্গবন্ধু আজকে অনেক শক্তিশালী।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 'সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির' ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ও বঙ্গবন্ধু হাইটেক সিটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মানুষের অর্থনৈতিক মুক্তির আনায়নের জন্যই প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিচ্ছেন তারই ফসল, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির' ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। এখানে সরকারের পরিকল্পনা ৫ লাখ লোক কাজ করবে। ওই সাড়ে ৩শ একর জমিতে।  

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।