ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ভুয়া সেনাসদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
খুলনায় ভুয়া সেনাসদস্য আটক খুলনায় ভুয়া সেনাসদস্য আটক

খুলনা: খুলনায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ধারী মো. রাসেল শেখ (২৭) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে মহানগরীর খানজাহান আলী থানা এলাকার ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

প্রতারক রাসেল ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুমোড়ঘাটি গ্রামের শাখাম শেখের ছেলে।

পুলিশ জানায়, রাসেল নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তিনি সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে সাতক্ষীরার তালা থানার কলিয়া গ্রামের হায়দারের ছেলে সাদ্দামের কাছে ২ লাখ ৭০ হাজার টাকা নেন। কিন্তু চাকরি না পেয়ে ভুক্তভোগী সাদ্দামের সন্দেহ হয়। এক পর্যায়ে সাদ্দামের মা রেবেকা বেগম সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারেন রাসেল শেখ সেনাসদস্য নন। তিনি একজন প্রতারক। সাদ্দামের মা রাসেলের সঙ্গে মোবাইলে কথা বলে কৌশলে জানতে পারেন তিনি  মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক এলাকার মনিরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া।  

মঙ্গলবার খানজাহান আলী থানা পুলিশ ভুক্তভোগী সাদ্দামকে নিয়ে মিরেরডাঙ্গা আবাসিক এলাকার ওই বাড়িতে গিয়ে রাসেলকে আটক করে। এ সময় সেখান থেকে সেনাবাহিনীর বুট জুতা, গেঞ্জি, নকল জাতীয় পরিচয়পত্র ও প্রতারনা করার গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমআরএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।