ঢাকা: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হয়েছেন আলমগীর শামসুল আলামিন কাজল।
এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ।
নতুন কমিটির প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল মাহমুদ। ভাইস প্রেসিডেন্ট-২ হিসেবে নজরুল ইসলাম দুলাল, ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা এবং চট্টগ্রাম থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবদুল কৈয়ূম চৌধুরী।
ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে নির্বাচিত ২৬ জন পরিচালক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে নির্বাচিত তিন জন পরিচালক অর্থাৎ সর্বমোট ২৯ জন পরিচালকের মধ্য থেকে অফিস বেয়ারার পদে সাত জনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রয়োজনীয় পদের অধিক সংখ্যক বৈধ প্রার্থী না থাকায়, মনোনয়ন পত্র জমা দেওয়া প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে রিহ্যাব নির্বাচন পরিচালনা বোর্ড।
এর আগে ২১ আগস্ট তফসিল ঘোষণা করা হয়। পরবর্তীতে বিভিন্ন পর্যায় অতিক্রম করে মঙ্গলবার (১২ অক্টোবর) চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ড।
রিহ্যাব নির্বাচন বোর্ড ২০২১-২০২৩ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় ভোটার এবং সব রিহ্যাব সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, নির্বাচিত পরিচালনা পর্ষদ নাগরিকদের বাসস্থান পূরণে এবং আবাসন খাতের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে রিহ্যাবকে আরো সামনের দিকে এগিয়ে নিতে ফলপ্রসু ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসই/আরআইএস