নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন সাধারণ বন্ধুত্বের মর্যাদায় অধিষ্ঠিত। ভবিষ্যতে সহযোগিতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটির কাছ থেকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্যে জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স গ্রহণ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ উপলক্ষে সিংড়া উপজেলা প্রশাসন এক সভার আয়োজন করে।
সভায় প্রতিমন্ত্রী পলক বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারত শুধু এদেশের শরণার্থীদের আশ্রয় দিয়েই নয়, সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতাকে তরান্বিত করেছিল। কৃতজ্ঞ এ জাতি শ্রদ্ধায়-ভালবাসায় ভারতের সহযোগিতাকে স্মরণ করে। অকৃত্রিম বন্ধুত্বের এই চলমান ধারায় করোনা সংক্রমণকালীন জীবনের ঝুঁকি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসেছেন এবং অ্যাম্বুলেন্স, টিকা, অক্সিজেন দিয়ে এদেশের মানুষের জীবন বাঁচাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
পলক আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শুধু স্বাধীন দেশ উপহার দেননি, অসাম্প্রদায়িক সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে কার্যকর সব পদক্ষেপ গ্রহন করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অসাম্প্রদায়িক চেতনাকে নস্যাৎ করে দেশের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চেয়েছিল।
কিন্তু এদেশের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে ২০০৮ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নে নিয়োজিত হয়েছেন। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের অভীস্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার মেধাবী নেতৃত্বের কারণেই বিভিন্ন ধর্মের মানুষ এদেশে শান্তিপূর্ণ সহাবস্থানে বাস করছে। সবার ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান এবং দেশের উন্নয়ন কাজে অংশগ্রহণের ফলে দেশ এগিয়ে যাচ্ছে।
সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, আধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি সম্বলিত অ্যাম্বুলেন্সটি জরুরি চিকিৎসাসেবা এবং চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা এবং ট্রমা লাইফ সাপোর্টের জন্য উপযোগী। এই অ্যাম্বুলেন্সটি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির অংশ-যা ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় ঘোষণা করেন।
অনুষ্ঠানে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলার ১০১টি পূজা মণ্ডপের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের চালের বরাদ্দপত্র এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর পৌরসভার মেয়র ও পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী জলি, পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায় ও সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানসী ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী দুপুরে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক রঞ্জু মন্ডল, পৌর সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টু, ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ