ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে দুই রিকশাচালকের মধ্যে মারামারি ঘটনায় অপর রিকশাচালক শফিকুল ইসলাম (৫০) নামে একজন মারা গেছে।
মঙ্গলবার (১২অক্টোবর) সন্ধ্যার দিকে কামরাঙ্গীরচর হুজুরপাড়া এলাকায় এই মারামারির ঘটনা ঘটে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হুজুরপাড়া এলাকায় দুই রিকশাচালকের মধ্যে হাতাহাতি হয়। এতে শফিকুল মারা যায় বলে আমরা জানতে পেরেছি।
শফিকুলের মৃতদেহ এখন পরিবারের হেফাজতে আছে। আইন অনুযায়ী অপর রিক্সা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এজেডএস/আরইউ