ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুরের শিকলে বাঁধা পুত্রবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
শ্বশুরের শিকলে বাঁধা পুত্রবধূ

হবিগঞ্জ: অনৈতিক কাজের অভিযোগ তুলে পুত্রবধূ ও এক তরুণকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করেছেন শ্বশুর। সারারাত বেঁধে রাখার পর শিকল ধরে তাদেরকে টেনে-হেঁচরে নিয়ে আসা হয় ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে।

এ দৃশ্য প্রত্যক্ষ করেছেন এলাকার শতশত মানুষ।

মঙ্গলবার (১২ অক্টোবর) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এ ঘটনা ঘটেছে। গৃহবধূ ও তরুণের শিকলবন্ধি কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

নির্যাতিতরা হলেন, উপজেলার কোনাগাঁও গ্রামের ভিংরাজ মিয়ার স্ত্রী মারিয়া আক্তার (২৬) ও একই এলাকার আবুল কালামের ছেলে শাকীল মিয়া (২০) ।

স্থানীয়রা জানান, সোমবার রাতে মারিয়ার শ্বশুর ছমা মিয়া শিকল দিয়ে মারিয়া ও তাদের নিকটাত্মীয় শাকিলের হাত-পা শিকল দিয়ে বেধে রাখেন। রাতে তাদেরকে মারধরও করা হয়। পরে মঙ্গলবার সকালে দুইজনকে শিকল দিয়ে বেঁধে টেনে-হিঁচরে গাজীপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদেরকে পরিবারের জিম্মায় দিয়েছেন।

এ বিষয়ে গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, ছমা মিয়া তার পুত্রবধু ও যুবকটির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলে আমার এখানে নিয়ে আসেন। মেয়েটি এক বাচ্চার মা। পরে দুইজনকে তাদের আত্মীয়ের জিম্মায় দিয়েছি। ছমা মিয়ার অভিযোগ সত্য কি না বিষয়টি সামাজিকভাবে বসে খতিয়ে দেখা হবে।

যোগাযোগ করা হলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বাংলানিউজকে বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। এ রকম কোন ঘটনা তিনি শুনেননি।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।