গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনে কাটা পড়ে রিফাত শেখ নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
রিফাত নির্মাণাধীন কালনা ব্রিজের এপ্রোস সড়ক নির্মাণ কাজের সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োজিত ছিলেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রায়হান জানিয়েছেন, রিফাত শেখ বাইসাইকেলে করে কর্ম একলাকায় দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচের রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
আরএ