টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টার পর হামলার শিকার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল রনী বাদী হয়ে উপজেলা বাস মিনিবাস, কোচ শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক পাপ্পু খানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে ভুঞাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলায় সরকারি কাজে বাধা ও হামলায় আহত করার কথা উল্লেখ করে হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকেল থেকেই ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে। থানায় মামলা দায়েরের পর পরিবহন শ্রমিকদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এতে অন্যান্য দিনের মত ভুঞাপুর থেকে ঢাকার উদ্দেশে তেমন পরিবহন ছেড়ে যায়নি।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় ম্যাজিস্ট্রেট বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
** ম্যাজিস্ট্রেটের নাক ফাটালেন পরিবহন শ্রমিকরা
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
আরএ