চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি অভিযান চালিয়ে নগদ ২৯ হাজার টাকা ও প্রায় ২৮ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গ মোড়লপাড়ার রাকিবের ছেলে মো. আব্দুর রাজ্জাক (২৭), মৃত একরামুল হকের ছেলে সুমন আলী (৩০), একই উপজেলার কানসাট বাগদুর্গাপুর গ্রামের মুরতুজা আলমের ছেলে আশরাফুল (২৪) ও সেলিম রেজা (৩৪)।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে আয়োজিত প্রেস বিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মহল্লায় অভিযান চালিয়ে ১২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক ও সুমন আলীকে এবং রাত ২টার দিকে হাটপাড়ায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আশরাফুল ও সেলিম রেজাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ১৮০ টাকাসহ একটি ট্রাক জব্দ করা হয়।
এ ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এসআই