ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শেবাচিমে জনবল নিয়োগের অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
শেবাচিমে জনবল নিয়োগের অনুমোদন ছবি: সংগৃহীত

বরিশাল: দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে বিভিন্ন ক্যাটাগরিতে ১১০জন কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিতে এ বিষয়ে ইতোমধ্যে চূড়ান্ত অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অনুমোদনের চিঠি হাসপাতাল পরিচালককেও পাঠানো হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের জন্য এ জনবল নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে হাসপাতালে পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের উপ-সচিব আনজুমান আরা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সার্বক্ষনিক চিকিৎসা সেবা নিশ্চিত করনার্থে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০১৮ এর ৩ (২) অনুযায়ী ১১০ জন কর্মীর সেবা ক্রয়ের জন্য সম্মতি জ্ঞাপন করা হলো।

১১০ জনের মধ্যে পরিচ্ছন্নতা কর্মী পদে রয়েছেন সর্বোচ্চ ৩৫ জন, আয়া পদে ২৫ জন। এছাড়া ওটি, ইমার্জেন্সি, স্ট্রেচার এ্যাটেনডেন্ট পদে ১০ জন করে, কেয়ারটেকার, ল্যাব এ্যাটেনডেন্ট পদে পাঁচজন করে, ট্রলিম্যান পদে চারজন এবং মালী, ইমেজিং এ্যাটেনডেন্ট, স্যানিটারী হেলপার পদে দুইজন করে অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেবা মূল্য কর্মীর নিজ ব্যাংক হিসাবে দিতে হবে। পরিচ্ছন্ন কর্মী নিয়োগের ক্ষেত্রে হরিজন সম্প্রদায়কে অগ্রাধিকার দিতে হবে। অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী সেবা মূল্য নির্ধারণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।