হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় রত্না নদীতে ডুবে মো. রজব আলী (৬০) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সুনামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দমকল বাহিনী জানায়, রজব আলী নৌকা দিয়ে রত্না নদীতে মানুষ ও মালামাল পারাপার করতেন। রোববার সকালেও খেয়া পার করতে নদীতে যান তিনি। কিন্তু সকাল ৭টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খুঁজেও তাকে না পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। পরে হবিগঞ্জ জেলা সদর ও বানিয়াচং উপজেলা থেকে দমকল বাহিনীর দু’টি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। অনেক চেষ্টার পর সকাল পৌনে ১০টার দিকে নদীর ৩০ ফুট গভীর তলদেশ থেকে মো. আরাসদ ইসলাম নামে এক ডুবুরি রজব আলীর মরদেহটি উদ্ধার করেন।
এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বাংলানিউজকে বলেন, নদী থেকে এক মাঝির মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এসআই