সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটরসাইকেলের তিন চালককে জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পাগলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা বেগম।
এ সময় হেলমেট ব্যবহার না করা ও বেশি আরোহী বহন করায় তিন চালককে এক হাজার সাতশ টাকা জরিমানা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্তদের পরিবহন আইন যথাযথভাবে মেনে যাতায়াত করতে কড়া নির্দেশনা দেন সকিনা বেগম। এসময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
আরএ