রাজশাহী: জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো শেখ রাসেল স্মৃতি ক্লাব কাপ বক্সিং টুর্নামেন্ট-২০২১ (অনূর্ধ্ব-১৬) আগামী ১৮ থেকে ২০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে রাজশাহীর চারটি ক্লাবের মোট ৩২ জন বক্সার অংশ নেবে।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে রাজশাহী নগর ভবনে শেখ রাসেল স্মৃতি ক্লাব কাপ বক্সিং টুর্নামেন্টে অংশগ্রহণকারী রাজশাহীর বক্সারদের জার্সি উন্মোচন করেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় বক্সারদের জন্য শুভ কামনা এবং আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মডার্ন বক্সিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল হক সুমন, সাধারণ সম্পাদক শফিউল আজম মাসুদ, নির্বাহী সদস্য রাকিবুর রহমান, এস.সি.বি বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক জামিল আক্তার প্রমুখ।
টুর্নামেন্টে রাজশাহী থেকে অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রাজশাহী মডার্ন বক্সিং ক্লাব, এস.সি.বি বক্সিং প্রশিক্ষণকেন্দ্র, খাতন স্মৃতি বক্সিং ক্লাব ও রাজশাহী বক্সিং ক্লাব।
চারটি ক্লাব থেকে ৩২ জন বক্সার বালক ওজন শ্রেণিতে চারটি ও বালিকা ওজন শ্রেণিতে দুটি খেলায় অংশ নেবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এসএস/জেএইচটি