ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অভিমানে বিষপান, মারা গেলেন যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
অভিমানে বিষপান, মারা গেলেন যুবক

সিলেট: সিলেটের বিশ্বনাথে কীটনাশক পানে জুনেদ আহমদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুনেদ আহমদ উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং পুরানগাঁও গ্রামের প্রয়াত আঙ্গুর মিয়ার ছেলে, পেশায় কৃষক।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে সোমবার দিনগত রাত ১টার দিকে কীটনাশক পান করেন জুনেদ। এরপর বমি করায় বিষয়টি আঁচ করতে পেরে স্বজনরা তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এনইউ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।