ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (১২) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার চিকাশি ইউনিয়নের বড় চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির ওই গ্রামের আলম মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির হোসেন ছোট থেকেই বুদ্ধি প্রতিবন্ধী ছিল। তার বাবা আলম মণ্ডল একজন দিনমজুর। তিনি প্রায়ই বাড়ির বাহিরে থাকেন। সাব্বির তার মায়ের সঙ্গে বাড়িতে থাকে। দুপুরের দিকে সাব্বিরকে বাড়িতে রেখে তার মা বাড়ির বাহিরে যান। এসময় সাব্বির তার ঘরে খেলার সময় ঘরের টেবিলে থাকা মাল্টিপ্লাগ বোর্ড নিয়ে নাড়াচাড়া শুরু করেন।  বোর্ডটিতে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

চিকাশি ইউনিয়ন পরিষদের সদস্য জুলাহাউস জানান, সাব্বির হোসেন নামে এক কিশোরের বিদ্যুৎস্পর্শে মৃত্যুর খবর শুনেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়ে তাকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
কেইউএ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।