ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে দুই হাসপাতালকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
কালিয়াকৈরে দুই হাসপাতালকে জরিমানা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও মৌচাক এলাকায় দুটি হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা সফিপুর এলাকায় তানহা হাসপাতাল এবং মৌচাক এলাকায় মৌচাক পপুলার হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তানহা হাসপাতালের মালিককে ৩০ হাজার টাকা এবং মৌচাক পপুলার হাসপাতাল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা মাস্ক ব্যবহার না করায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।