ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ট্রলারডুবি: মিলল ছেলের মরদেহ, নিখোঁজ মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
ট্রলারডুবি: মিলল ছেলের মরদেহ, নিখোঁজ মা ফাইল ছবি

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তার মা বিলকিস বেগম।

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে নদীটির বয়ার চর পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

স্বপন ওই উপজেলার সিকদারচর এলাকার খোকনের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।  

এর আগে, গত ১৭ অক্টোবর দুপুরের দিকে মেঘনা নদীতে নয়জন যাত্রী নিয়ে একটি সবজি বোঝাই ট্রলার ডুবে যায়। এতে একটি শিশুর মৃত্যু হয় এবং নিখোঁজ হন স্বপন ও মা বিলকিস বেগম। ট্রলারটি চর পাতিলা থেকে কচ্ছপিয়ার দিকে ফিরছিল। মঙ্গলবার স্বপনের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন তার মা।

দুর্ঘটনাকবলিত ট্রলার উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।