ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু নাজিম উদ্দিন

ফেনী: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার এলাকায় এ ঘটনা ঘটে।

নাজিম উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রির বাড়ির মনির আহাম্মেদের ছেলে। তিনি সাভারের আশুলিয়ায় হামীম গ্রুপের বয়লার অপারেটর ছিলেন।

নিহত নাজিমের শ্যালক মিনহাজুল ইসলাম তুহিন বলেন, দুপুরে নতুন ঘরের ওয়ারিংয়ের কাজ করছিলেন মিস্ত্রি। এ সময় তাদের সহযোগিতা করার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুহিন আরও বলেন, নাজিমের এক বছর বয়সী একটি ছেলে রয়েছে। আজ রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইছাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, আমি এই বিষয়ে এখনো কিছু জানি না। তবে আমি খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।