ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নওগাঁয় মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নওগাঁয় মতবিনিময় সভা মতবিনিময় সভা

নওগাঁ: নওগাঁয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে বিপি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নওগাঁ পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মিয়া বলেন, দেশের সব সংকটময় সময়ে জনসাধারণের পাশে থেকেছে পুলিশ। সামনের দিনেও মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। নওগাঁ জেলা বরাবরের মতোই শান্তি প্রিয় জেলা। ফলে জেলায় সব ধর্মের মধ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এ চেষ্টায় সবাই এগিয়ে আসতে হবে। মানুষের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে উস্কানিমূলক কোনো কিছু দেখলে পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানান এসপি।

সভায় সব ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি রেখে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুরাইয়া খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, পোরশা মাদরাসার বড় হজুর আব্দুল্লা শাহ, কাঠাতলী চার্জের সদস্য বাপ্পিসহ মসজিদ, মন্দিরসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।