সুনামগঞ্জ: হত্যা মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও প্রচার করার দায়ে সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।
তিনি জানান, ছাতক থানার ওসি নাজিম উদ্দিন আসামি ধরতে অসাধারণ কাজ করলেও সেই আসামিকে নিয়ে লাইভে জিজ্ঞাসাবাদ করা দায়িত্বে অবহেলার শামিল। তাই তাকে ছাতক থানা থেকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) তাকে এ আদেশ দেওয়া হয়।
জানা যায়, ২৩ সেপ্টেম্বর হত্যা মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ফেসবুক ভিত্তিক কথিত অনলাইন টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক সমালোচিত হয় বিষয়টি। এ ঘটনার তদন্ত কমিটি করেন পুলিশ সুপার মিজানুর রহমান। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওসিকে ওই থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরএ