ফরিদপুর: ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুরের পালপাড়ায় দেয়ালচাপা পড়ে মো. ইকবাল (৪১) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কবির মোল্লা বাংলানিউজকে জানান, ইকবাল শহরের গুহলক্ষীপুরের পাল পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে সাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় প্রতিবেশীর পুরাতন দেয়াল তার ওপর ভেঙে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরআইএস