ঢাকা: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টোনি জে. ব্লিনকেনের কাছে পাঠানো এক শোকপত্রে ড. মোমেন বলেন, কলিন পাওয়েল ছিলেন একজন মহান নেতা ও যোদ্ধা, যিনি তার সারাজীবন নিজ দেশের সেবায় উৎসর্গ করেছেন।
ড. মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমকালীন বৈদেশিক নীতি নির্ধারণে তার অগ্রণী ভূমিকাসহ অনেক অবদানের জন্য কলিন পাওয়েল স্মরণীয় হয়ে থাকবেন। পাওয়েল তার কাজ এবং কূটনৈতিক দক্ষতার জন্য দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছেন। ইরাকের কাছে ‘ব্যাপক বিধ্বংসী অস্ত্রসম্ভার’ থাকার ভুল তথ্যের বিষয়টি স্বীকার করে নেওয়ার মতো নৈতিক সাহসও তিনি দেখিয়েছেন।
শোকপত্রে ড. মোমেন পাওয়েলের মৃত্যুতে অপূরণীয় ক্ষতির জন্য তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (১৮ অক্টোবর) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা যান। করোনাভাইরাস সংক্রান্ত জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তার।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
টিআর/এমজেএফ